Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩১-১-২০২৩, সময়ঃ বিকাল ০৪:৩৯

গাইবান্ধা সরকারি কলেজের বিজ্ঞান ক্লাব আয়োজিত "কৃষ্ণগহ্বর" বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

 গাইবান্ধা সরকারি কলেজের বিজ্ঞান ক্লাব আয়োজিত "কৃষ্ণগহ্বর" বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক  ►

গাইবান্ধা সরকারি কলেজের বিজ্ঞান ক্লাব আয়োজিত বিজ্ঞান বিষয়ক সেমিনার আজ মঙ্গলবার কলেজের ১৬ নং কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ খলিলুর রহমান। 

সেমিনারে "কৃষ্ণগহ্বর (ইষধপশ ঐড়ষব)" বিষয়ে আলোচক ছিলেন সাদুল্লাপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ জহুরুল কাইয়ুম ও রংপুর কারমাইকেল কলেজের দর্শন বিভাগের প্রাক্তন অধ্যাপক আবদুল কাদির। আলোচনা শেষে শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।সেমিনারে ডকুমেন্টারি উপস্থাপন ও প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. সবুর উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক মো. আব্দুর রশিদ, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক এসএম আশাদুল ইসলাম, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. হামিদ কলিম প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালন করেন মো. জাহিদ রায়হান ও জান্নাতুল ফেরদৌস জেমী।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad